রবিবার | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে যেকোনো সময় চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ১৮ পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি! রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল রাজশাহীতে মামার বিরুদ্ধে হ’ত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভাগনের বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রকে বিশ্বাস করে: আব্দুল মঈন শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন
রাজশাহী নগরীতে আরও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে আরও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকা থেকে চিহ্নিত তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ছুরি-চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকার ইয়াসিনের ছেলে সাওন (৩৮), নগরীর মোন্নাফের মোড় এলাকার মৃত. সিরাজুল ইসলামের ছেলে মিলন (২৩) ও একই এলাকার সৈয়দ আলীর ছেলে সোহান (২৩)।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নগরীর টিকাপাড়া এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে থানা পুলিশ তাদের আটক করে। ধারণা করা হচ্ছে সাংবাদিক রফিকুল ইসলামের পরিবারের উপর হামলা ও ছিনতাইয়ের সাথে আটককৃতরা জড়িত রয়েছে। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সাংবাদিকের পরিবারের উপর হামলা ও ছিনতাইয়ের সাথে জড়িত আছে কি না পরে জানা যাবে। তাদের বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় মামলা রয়েছে।

এর আগে রাজশাহী মহানগরীতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে আরও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শাহমুখদুম থানা পুলিশ । এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয় বলে আরএমপির মিডিয়া মুখপাত্র রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার মৃত তোতা মিয়ার ছেলে সবুজ হোসেন (২৪) ও ফারুকের ছেলে মেহেদী (২৫) এবং সুজানগরের আব্দুল হাকিমের ছেলে সায়েম (২১)।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.