শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে বিষপানে দম্পতির মৃত্যু

রাজশাহীতে বিষপানে দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে বিষপান করে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত স্বামীর নাম সজল (২২) ও তার স্ত্রীর নাম রোজিনা (২০)। তাদের বাড়ি রাজশাহী নগরীর উপকষ্ঠ শাহমখদুম থানাধিন বড়বড়িয়া (মিয়াপাড়া) গ্রামে। তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে। মৃত্যুর খবর পেয়ে সোমবার দুপুরে নগরীর শাহমখদুম থানা পুলিশ হাসপাতাল থেকে দম্পতির লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সজল তার পিতা সোহেলের সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। রবিবার সন্ধ্যায় পিতা সোহেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে সজলের ঝগড়া হয়। এরপর রাতে ঘরে থাকা কীটনাশক একসঙ্গে পান করেন স্বামী-স্ত্রী। খবর পেয়ে পরিবারের লোকজন রাতেই গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতেই স্ত্রী রোজিনার মৃত্যু হয়। আর সোমবার বেলা ১০ টার দিকে স্বামী সজলও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় ওই গ্রামের শোকের ছাড়ায় নেমে এসেছে। তবে কি নিয়ে বাবা-ছেলের ঝগড়া হয়েছিলো তা কেউ বলতে পারছেন না।

নগরীর শাহমখদুম থানা পুলিশ জানায়, ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.