শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মরহুমা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার

মরহুমা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সহর্ধমিণী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার (৬ ফেব্রুয়ারি)। এই দিনটি স্মরণে মরহুমা জাহানারা জামানের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

০৬ ফেব্রুয়ারি সকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে মরহুমার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করা হবে। বাদ জোহর রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে মরহুমা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে ০৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক গোরস্থানে তাঁর সমাধীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে। সন্ধ্যা ৬.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মরহুমা জাহানারা জামান ১৯৩৪ সালের ২৬শে ডিসেম্বর বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চামরুল গ্রামে জন্মগ্রহণ করেন । ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সংগ্রামী ও মহীয়সী এই নারী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.