মঙ্গলবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
বরই পাড়তে নিষেধ করায় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার দুই

বরই পাড়তে নিষেধ করায় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বরই পাড়ার জেরে ছুরিকাঘাতে একজনকে খুনের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ছোট বোন মৌসুমী খাতুনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া জোন) আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকরা হলো- নগরীর শাহমখদুম থানার গাংপাড়া স-মিল এলাকার মৃত আজম আলীর ছেলে নাসিম (২২) ও পবা নতুনপাড়া গাংপাড়া এলাকার মৃত সাজ্জাদের ছেলে শুভ (২০)।

আরেফিন জুয়েল জানান, বরই পাড়ার জেরে নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার ডিস ব্যবসায়ী কাজেম আলী বিদ্যুতকে (৪০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের ছোট বোন মৌসুমী খাতুন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় তিন যুবককে আসামি করা হয়।

এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দ্রিমা থানার এসআই রেজাউল করিমসহ একটি টিম তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে মুশরইল এলাকায় অভিযান চালিয়ে আসামি নাসিম ও শুভকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় অপর পলাতক আসামি নগরীর শাহমখদুম থানার গাংপাড়ার হান্নানের ছেলে আকাশকে (২০) গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, আসামিরা গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ডিস ব্যবসায়ী কাজেম আলী বিদ্যুতের বাড়ির গাছ থেকে বরই পাড়ছিলেন। তখন কাজেম আলী বরই পাড়তে নিষেধ করেন। এ কারণে দুই তরুণের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কাজেমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.