শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ২৯ জানুয়ারি আগমন উপলক্ষে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান।

সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে ২৯ জানুয়ারী রাজশাহীতে জনসভার জন্য নির্ধারিত স্থান ঐতিহাসিক মাদ্রাসা মাঠের মঞ্চ ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে মাঠ পরিদর্শন করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান ও জেলা প্রশাসক আব্দুল জলিল।

উল্লেখ্য,২৯ জানুয়ারী দুপুর ১২টায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি স্মার্ট বাংলাদেশের প্রবক্তা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.