বুধবার | ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা

জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা

প্রবাহ ডেস্ক: জাতীয় সংসদের ৩০০ আসনের ৫০ শতাংশ অর্থাৎ দেড়শ আসন নারীদের জন্য চান নারী নেত্রীরা।

বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান নারী নেত্রীরা।

বৈঠকের পর উইমেন এন্টারপ্রেনিউর অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেনা আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা চাই নারীর সংখ্যা যেন বাড়ে। এটলিস্ট ১০০টা সংসদীয় আসন যেন নারীদেরকে দেওয়া হয়। সেখানে ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা গভমেন্টকেও বলতে চাই যে, নারীরা যে ইলেকশনে আসছেন তাদেরকে ডেফিনেটলি সাহায়তা দিতে হবে। আমেরিকাতেও দেখবেন এরকম কিন্তু নারীদেরকে সহায়তা দেওয়া হয়। সেখানে নারীদের একটু সাহায্য দেওয়া এবং তারা যেন ইলেকশনটা করতে পারেন, সেরকম একটা ব্যবস্থা যেন নারীদের জন্য থাকে। আর নারীরা যেন স্বাচ্ছন্দে ভোটও দিতে পারেন, সেটা নিয়েও আমরা কথা বলেছি।

তিনি বলেন, আমরা চাই যে এটলিস্ট ৫০ শতাংশ, আপনার ৩০০ টা সিট না বাট ১৫০টা সিট যেন নারীদের জন্য দেওয়া হয়। নারীরা যেন কন্টেস্ট করতে পারে সেই জিনিসটা আমরা একটু নিশ্চিত করতে চেয়েছি।

নির্বাচনী তহবিল নিয়ে এ নারী নেত্রী আরও বলেন, নারীদের পক্ষে একটু অসম্ভব, একটু কষ্টকর। একটু না অনেক কষ্টকর। কারণ সহজে কিন্তু ফ্যামিলি থেকেও ফান্ড পাওয়া যায় না নারীদের জন্য, যেটা নাকি পুরুষরা অহরহ পারেন। তো সেই জায়গাটাও আমি আমাদের কথা হলো যে নারীদেরকে সরকার যদি একটু সহায়তা করে তাহলে অনেক নারীই কিন্তু ইলেকশনে আসতে পারবেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.