বুধবার | ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে সাংবাদিকদের অধিকার আদায়ে বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে সাংবাদিকদের অধিকার আদায়ে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ড. সাদিকুল ইসলাম স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তাদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও চাকরির নিশ্চয়তা এখনো নিশ্চিত হয়নি। তাই সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন ‘রাজশাহীর সংবাদ’ পত্রিকার প্রধান সম্পাদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি ডা. নাজিব ওয়াদুদ, সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবিব অপু সহ প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.