বুধবার | ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু রাবিতে জুলাই ’২৪ স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলার শ্বাশুড়ি গ্রেপ্তার আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক : বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা আজ ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ও কুয়াশা রয়েছে। বয়ে যাচ্ছে উত্তরের হিমেল হাওয়া।

ফলে বিপাকে পড়েছে রাজশাহীর জনজীবন। সকাল থেকে মেঘ ও কুয়াশায় আকাশ ঢাকা থাকলেও সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে।

আকাশের মেঘ ও কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়বে এবং আগামী তিন দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে। এছাড়াও ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত রাজশাহীর আকাশ মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল রজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ডিগ্রী সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রী সেলষিয়াস।

তবে এর আগে গত রোববার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ফের নিচে নেমে যায়। গত দুই সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত।

তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ গুণ। অনেকে ভিড় করছেন গরম কাপড়ের দোকানে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হয়ে শীতে কষ্ট পাচ্ছেন।

শীতের হাত থেকে রেহাই পেতে পথের ধারে ও খোলা স্থানে ছিন্নমূল মানুষদের খরকুটোয় আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। আগুনের পরশে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্র মানুষ। হঠাৎ করে আবারও শীত বেড়ে যাওয়ার বাড়ছে শীতজনিত রোগের প্রকোপও।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.