বুধবার | ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে করতে যাচ্ছেন রোনালদো-জর্জিনা ৪ মাস পর হিলি বন্দর দিয়ে এলো চাল ডাকসু নির্বাচন : প্রথম দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ৭ জন করদাতাদের ভয় দেখাতে নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি : এনবিআর চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা গেছেন মালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা : আনোয়ার ইব্রাহিম বিপৎসীমার ওপর ফারাক্কার পানি, বন্যার আশঙ্কা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের সম্ভাব্য সারথি বিএনপিকে খাটো করতে অপপ্রচার করা হচ্ছে : মির্জা ফখরুল
ডাকসু নির্বাচন : প্রথম দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ৭ জন

ডাকসু নির্বাচন : প্রথম দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ৭ জন

প্রবাহ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে ৭ জন্য প্রার্থী।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের অফিস থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

সর্বপ্রথম ফরম সংগ্রহ করেছেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সজীব হোসেন, যিনি কেন্দ্রীয় সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে দুজন কেন্দ্রীয় ভিপি, একজন জিএস এবং বাকি ৪ জন কেন্দ্রীয় সদস্য পদের জন্য মনোনয়ন নিয়েছেন।

উল্লেখ্য, হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের হল রিটার্নিং অফিসারদের নিকট থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেয়া যাবে না। প্রতিটি ডাকসুর মনোনয়ন ফরমের ফি ৩শ (তিনশত) টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে বলেও জানানো হয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.