নিজস্ব প্রতিবেদক: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন, এবার যদি বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে আবার তিন দশকেও হবেনা।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতীক ছাত্র সংগঠনের সাথে আলোচনা করার সময় তিনি একথা বলেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতীক ছাত্র সংগঠনগুলোর হল কমিটি প্রণয়নের পর শিক্ষার্থিদের প্রতিক্রিয়া বিষয়ে বলেন, আমরা হল পর্যায়ে রাজনীতি চাইনা, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক সেটিও ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে।
নুরু বলেন, ভোটের তারিখ নিয়ে সংশয় আছে কারন দেশি বিদেশী প্রেক্ষাপট ও রাজনৈতীক দলগুলোর বিভাজনের কারনেই এই সংশয় হয়েছে। তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। নির্বাচনের আগে দেশি বিদেশী প্রেক্ষাপট ও রাজনৈতীক দলগুলো গনঅভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবি করলেও বিভাজন চরমে রয়েছে। বিভাজনের কারনেই নির্বাচন অনুষ্ঠান বাস্তবায়ন নিয়ে তার এই সংশয় বলেও জানান ডাকসুর সাবেক এই ভিপি।
এছাড়া ঐক্যমত্য কমিশনে সবচেয়ে আলোচিত বিষয় পিআর পদ্ধতি নিয়ে তার বক্তব্য, পিআর পদ্ধতি তে বিএনপির দ্বিমত রয়েছে, এই পদ্ধতি পাশ হয়েছে ঠিকই কিন্তু নোট অব ডিসেন্ট দেয়া রয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে সংসদ বার বার ভেঙে দেওয়া হতে পারে। এটি কার্যকর হবে কি না তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের ওপর।
আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র উপদেষ্টা শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে নগরীর গনকপাড়ায় বাটার মোড়ে ১৮ এর কোটা সংস্কার থেকে ২৪ এর রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও সভাপতি গণঅধিকার পরিষদ এর নুরুল হক নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, গণঅধিকার পরিষদ ও ভাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
গণসমাবেশে সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, রাজশাহী।