শুক্রবার | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
অর্ধকোটি টাকার হেরোইনসহ মা-ছেলে গ্রেফতার

অর্ধকোটি টাকার হেরোইনসহ মা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় মা-ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ৪৩৭ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) দিনগত মধ্য রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার মাদক কারবারিরা হলো- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বারোমাইলের এমরান আলীর স্ত্রী শেফালী বেগম (৫২), তাদের ছেলে রমজান আলী (২৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নিচুধুমি গ্রামের শফিকুল ইসলামের ছেলে জিহাদ আলী (২০)।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ যাত্রী বেশে রাজশাহী রেলস্টেশনের সামনে অবস্থান করছে।

খবর পেয়ে র‍্যাবের ওই দল রাজশাহী রেলওয়ে স্টেশনের রেলওয়ে বাউন্ডারির উত্তর পার্শ্বে গাড়ি পার্কিং এলাকায় পৌঁছামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে এক নারীসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৩৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে র‍্যাবের মিডিয়া বিভাগ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.