নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার সুমাইয়া খাতুন শনিবার রাত সাড়ে ৮টায় খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে একটি কন্যাশিশু জন্ম দেন। শিশুটির দেহ এক হলেও মাথা দুটি রয়েছে।
পরিবারের সদস্যরা জানায়, প্রসবের পর শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় জানান, এটি যমজ নয়, জন্মগত ত্রুটি। শিশুটির মুখমণ্ডল দুইটি হওয়ায় চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুটি মুখ রয়েছে।
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। বর্তমানে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার প্রাণ রক্ষায় চিকিৎসা চলছে।”