নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যেমে রাজশাহীতে ১২৩ চাঁদাবাজের তালিকা প্রকাশের ঘটনায় জামায়তে ইসলামী রাজশাহী মহানগরীর নাম জড়ানো হয়েছে। যা বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারি মু ইমাজ উদ্দিন মন্ডল।
বিবৃতিতে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়া ১২৩ চাঁদাবাজের তালিকাটি কতটুকু নির্ভরযোগ্য সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কারা করেছেন সেটা উল্লেখ নেই। এছাড়া সেই তালিকায় যাদের নামের পাশে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে তারা জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই এবং কোন পর্যায়ের জনবল নন। তাদের সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজি করে না কাউকে চাঁদাবাজি করতে দিবে না। চাঁদাবাজীর বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার এবং অবস্থান কঠোর