নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ১৫ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। একই সাথে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. আমজাদ হোসেন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ; ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ; ৭ ও ১০ থেকে ১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিস্পত্তি; ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ; ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ; ২১ ও ২৪ থেকে ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল; ২৭ থেকে ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই; ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ; ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার; ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ; ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ; ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফল ঘোষণা।
তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনারবৃন্দ, রাকসু কোষাধ্যক্ষ ও রিটার্নিং অফিসারবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।