শনিবার | ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
মিটিং ভালো হয়েছে, আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ : নাকভি

মিটিং ভালো হয়েছে, আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ : নাকভি

প্রবাহ ডেস্ক: ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। ভারত-শ্রীলঙ্কা অনলাইনে যোগ দিলেও বাকিরা ছিলেন স্বশরীরে। মিটিং শেষে সন্তুষ্টির কথা জানিয়েছেন এসিসি সভাপতি মহসিন নাকভি। দারুণ আয়োজনের জন্য বিসিবির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন নাকভি।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাকভি বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের মিটিং অনেক ভালো হয়েছে। এসিসিতে মোট ২৮টি দেশ সদস্য হিসেবে রয়েছে। ২৮টি দেশই এই মিটিংয়ে অংশ নিয়েছে। আমি সব সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে মিটিংয়ে অংশ নিয়েছে।

আরও যোগ করেন, পাশাপাশি যারা জুমের মাধ্যমে মিটিংয়ে যোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। আমি আমিনুল ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, বিসিবিকেও ধন্যবাদ আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, আজকে দারুণ স্মরণীয় একটি দিন কেটেছে। এসিসির পক্ষ থেকে আমি বলতে চাই তারা যেভাবে সবকিছু আয়োজন করেছেন, সব দুর্দান্ত ছিল।

নাকভি বলেন, ‘শেষ কথা হচ্ছে আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। কেউ খেলার মাঝে রাজনীতি চাই না। এখানে দারুণ পরিবেশে দারুণ মিটিং হয়েছে। আশা করি ভবিষ্যতেও এমন মিটিং করতে পারব আমরা।

এবারের সভার আগে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল ভারত বেঁকে বসায়। বিসিসিআইয়ের প্রতিনিধি বাংলাদেশে আসবে না বলে জানায়। একই সঙ্গে শ্রীলঙ্কাও ভারতের সঙ্গে সুর মেলায়। যদিও শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত পাল্টে ভার্চ্যুয়ালি যুক্ত ছিল দুই দেশই। ভারত এবং শ্রীলঙ্কার সরাসরি যোগ দিতে না পারা নিয়ে নাকভি বলেন, কিছু দেশ ঢাকায় আসতে পারেনি। আমিও সিঙ্গাপুরে যেতে পারিনি। এটা স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগই এসেছে। এসিসির জন্য ভালো ব্যাপার হচ্ছে ২৫ সদস্যই মিটিংয়ে এসেছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.