মঙ্গলবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান
মিটিং ভালো হয়েছে, আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ : নাকভি

মিটিং ভালো হয়েছে, আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ : নাকভি

প্রবাহ ডেস্ক: ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। ভারত-শ্রীলঙ্কা অনলাইনে যোগ দিলেও বাকিরা ছিলেন স্বশরীরে। মিটিং শেষে সন্তুষ্টির কথা জানিয়েছেন এসিসি সভাপতি মহসিন নাকভি। দারুণ আয়োজনের জন্য বিসিবির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন নাকভি।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাকভি বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের মিটিং অনেক ভালো হয়েছে। এসিসিতে মোট ২৮টি দেশ সদস্য হিসেবে রয়েছে। ২৮টি দেশই এই মিটিংয়ে অংশ নিয়েছে। আমি সব সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে মিটিংয়ে অংশ নিয়েছে।

আরও যোগ করেন, পাশাপাশি যারা জুমের মাধ্যমে মিটিংয়ে যোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। আমি আমিনুল ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, বিসিবিকেও ধন্যবাদ আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, আজকে দারুণ স্মরণীয় একটি দিন কেটেছে। এসিসির পক্ষ থেকে আমি বলতে চাই তারা যেভাবে সবকিছু আয়োজন করেছেন, সব দুর্দান্ত ছিল।

নাকভি বলেন, ‘শেষ কথা হচ্ছে আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। কেউ খেলার মাঝে রাজনীতি চাই না। এখানে দারুণ পরিবেশে দারুণ মিটিং হয়েছে। আশা করি ভবিষ্যতেও এমন মিটিং করতে পারব আমরা।

এবারের সভার আগে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল ভারত বেঁকে বসায়। বিসিসিআইয়ের প্রতিনিধি বাংলাদেশে আসবে না বলে জানায়। একই সঙ্গে শ্রীলঙ্কাও ভারতের সঙ্গে সুর মেলায়। যদিও শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত পাল্টে ভার্চ্যুয়ালি যুক্ত ছিল দুই দেশই। ভারত এবং শ্রীলঙ্কার সরাসরি যোগ দিতে না পারা নিয়ে নাকভি বলেন, কিছু দেশ ঢাকায় আসতে পারেনি। আমিও সিঙ্গাপুরে যেতে পারিনি। এটা স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগই এসেছে। এসিসির জন্য ভালো ব্যাপার হচ্ছে ২৫ সদস্যই মিটিংয়ে এসেছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.