প্রবাহ ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকস্মিকভাবে বিমানবাহিনীর বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করেছে স্কুল পরিচালনা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ জুলাই) এই কমিটি গঠন করা হয়।
গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এতে বলা হয় দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। সদস্যরা হলেন মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ (প্রশাসন); খাদিজা আক্তার, প্রধান শিক্ষিকা; লুৎফুন্নেসা লোপা, কো-অর্ডিনেটর; মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক (শিক্ষার্থী: যাইমা জাহান, শ্রেণি: চতুর্থ, ক্লাস কোড: ২২৭৪); মারুফ বিন জিয়াউর রহমান, শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি এবং তাসনিম ভূঁইয়া প্রতিক, শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি।
এ কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করে প্রতিবেদন দেবেন।
এর পাশাপাশি, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজদের কোনও তথ্যের প্রয়োজন হলে দিয়াবাড়ি ক্যাম্পাসের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ: ০১৯৬৩-৮৩৫৬২৬ (প্রধান শিক্ষিকা), ০১৭১৩-০৯১৪১৭ (কো-অর্ডিনেটর)।