শনিবার | ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৪

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৪ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন সঞ্জয় কুমার দাস (৩৫), মো: মিনারুল ইসলাম মিন্নাল (৪৫) ও মো: তৌফিকুর রশিদ ওরফে রিয়াদ (২২)। আওয়ামীলীগ কর্মী সঞ্জয় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া এলাকার শ্রী চঞ্চল চন্দ্র দাসের ছেলে, মিনারুল শাহমখদুম থানার ভূগরইল এলাকার মৃত লুছেন মন্ডলের ছেলে এবং চাঁদাবাজ তৌফিকুর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর পূর্বপাড়ার মো: হারুন অর রশিদের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার দাশপুকুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.