নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রাম থেকে একজন মাদক কারবারিকে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ।
গতকাল সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় মাটিকাটা ইউনিয়নের পশ্চিম ভাটোপাড়া গ্রামের ফুলতলা ঘাট থেকে
মোঃ মাহবুব আলম (২১) কে গ্রফতার কারা হয়। মাহবুব রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মৃত মাইনুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত ২১ জুলাই বিকাল ০৪:০০ টায় গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চরআষাড়িয়াদহ হতে পদ্মা নদী পার হয়ে মাটিকাটা ইউনিয়নের পশ্চিম ভাটোপাড়া গ্রামের ফুলতলা ঘাটে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর সময় অভিযুক্তের দেহ তল্লাশি করে হাতে থাকা পান্ডা লেখা এক জোড়া স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ৩০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করা হয়।
হেরোইন উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ সামিরুল ইসলাম নামের অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পরে মাহবুব আলমের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা করা হয়েছে।