সোমবার | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ঘনবসতিপূর্ণ জায়গায় বিমান প্রশিক্ষণ, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না : রুহুল কবির রিজভী উত্তরায় বিমান দুর্ঘটনা, এখনো থেমে নেই দগ্ধদের আসা, হাসপাতালমুখি একের পর এক অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত, জামায়াতের শোক, আধুনিক হাসপাতালে ছুটে গেলেন আমির ডা. শফিকুর রহমান ‘বাচ্চাদের শূন্যতার ভার কীভাবে বইবেন মা-বাবারা’ উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১৯ নিহত, আহত ১৬৪: আইএসপিআর বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস শত চেষ্টাও রাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাসিকের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধের হুমকি

রাসিকের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চলমান উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদন নিয়ে জটিলতায় ক্ষুব্ধ ঠিকাদাররা আগামী ২৩ জুলাই থেকে সব উন্নয়ন কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে সচিব রুমানা আফরোজের অপসারণ ও স্থায়ী প্রশাসক নিয়োগের দাবিও তুলেছেন তারা।

আজ রোববার (২০ জুলাই) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে ‘রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার তরিকুল ইসলাম স্বপন বলেন, ‘রাসিকের সচিব রুমানা আফরোজ যোগদানের পর থেকেই জনসেবা ও উন্নয়ন কাজে অচলাবস্থা তৈরি করেছেন। মাসের পর মাস বিল অনুমোদনের ফাইল আটকে রেখে ঠিকাদারদের হয়রানি করা হচ্ছে। কক্ষে গেলে অসদাচরণ করা হয়। এমনকি কোনো যুক্তিসঙ্গত কারণও দেখান না।’

তিনি আরও বলেন, ‘বিল আটকে থাকায় চলমান উন্নয়ন কাজ থেমে আছে, কোথাও আবার পুরোপুরি বন্ধ। এতে করে নগরীতে যানজট বাড়ছে, মানুষের দুর্ভোগও চরমে উঠেছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এসব করছেন বলে আমাদের আশঙ্কা।’

ঠিকাদাররা আরও জানান, রাসিকের বিভিন্ন শাখা যেমন কনজারভেন্সি, পরিবহন, বিদ্যুৎ, প্রকৌশল- সবখানে সচিবের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে। কিন্তু চাকরির ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। এমনকি অবসরে যাওয়া কর্মচারীদের প্রয়োজনীয় কাগজেও স্বাক্ষর দিচ্ছেন না তিনি।

এছাড়া পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন বিল, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, হোল্ডিং নম্বর, ট্রেড লাইসেন্স, এনওসি পেতেও দীর্ঘসূত্রিতা ও হয়রানির অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। নাগরিক সনদ বা এনওসি যেখানে ৩-৪ দিনে হওয়ার কথা, সেখানে এখন লাগে মাসের পর মাস।

তরিকুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডে বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট থাকলেও মাসের পর মাস আলো জ্বলে না। আবার কেউ ভাতা তুলতে গেলে তাকে বারবার ঘুরতে হয়। এসব অনিয়মের দায় রাসিক সচিব এড়াতে পারেন না।’

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অস্থায়ী প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের পক্ষে নগর ভবনের বিশাল দায়িত্ব সামাল দেওয়া সম্ভব নয়। তাই রাসিকে স্থায়ী প্রশাসক নিয়োগ জরুরি।

সব অভিযোগের দ্রুত সমাধান না হলে আগামী ২৩ জুলাই থেকে রাজশাহীর সব উন্নয়ন কাজ বন্ধ ও ২৭ জুলাই নগর ভবন ঘেরাও করে মানববন্ধনের হুঁশিয়ারি দেন তারা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.