সোমবার | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শত চেস্টাও রাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পারছেনা কতৃপক্ষ জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের রাসিকের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধের হুমকি পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে নির্দেশ রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেয়া যায়, কেন বললেন লিটন রাজশাহীতে জুলাই শহিদদের স্মরণে চারটি জয়তুন চারা রোপণ পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ দলের জন্যও একই থাকবে দিল্লির গোলামীর শিকল ভেঙে খানখান করেছি, ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে
রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেয়া যায়, কেন বললেন লিটন

রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেয়া যায়, কেন বললেন লিটন

প্রবাহ ডেস্ক: সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে কার্যকর ভূমিকায় শামীম হোসেন পাটোয়ারী। বিশেষ করে ফিনিশিং রোলে এই মুহূর্তে তিনিই সেরা, যা শ্রীলঙ্কা সফরেও দেখিয়েছেন। যদিও সবশেষ সিরিজে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব সামলেছেন তিনি। অনেকে অবশ্য শামীমকে ওপরে খেলানোর বিষয়েই খুশি।

পাকিস্তান সিরিজের আগের দিন অধিনায়ক লিটন দাস ব্যাটিং অর্ডার নিয়ে বলেন, আমার মনে হয় এটা নির্ভর করবে গেম সিচুয়েশনের ওপর। আমরা জানি শামীমের ক্যাপাবেলিটি কেমন, সে কী করতে পারে। এটার সেরাটা মনে হয় আমরাই বিচার করতে পারবো তাকে কোন সময় ব্যাটিং দিলে ভালো হয়।

জাকের আলী অনিক বা মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়েও ধোঁয়াশা রয়েছে। লিটন বলেন, করলে তো অনেক কিছু করা যায়। রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেয়া যায়। পাঠালে তো অনেকজনকেই (পাঠানো যায়)… নির্দিষ্ট যে জায়গার খেলোয়াড়, ওখানে খেলাই ভালো।

পরে পাওয়ারপ্লেতে ওপেনারদের দ্রুত রান তোলার বিষয়ে লিটন জানান, একটা ওপেনারকে তো ব্যাটিং ভালো করতেই হবে। শুধু তানজিদ তামিম না, আমার মনে হয় বাংলাদেশে যারাই ওপেনার আছেন, পারভেজ হোসেন ইমনও কিছু দিন ধরে ওপেন করছে, দুই-একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইউএইর সাথে একশও করেছে। তো এটা বড় অর্জন। প্রত্যেক ব্যাটারের দায়িত্ব হচ্ছে ইনিংস বড় করা এবং কার্যকরী ইনিংস খেলা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.