সোমবার | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ঘনবসতিপূর্ণ জায়গায় বিমান প্রশিক্ষণ, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না : রুহুল কবির রিজভী উত্তরায় বিমান দুর্ঘটনা, এখনো থেমে নেই দগ্ধদের আসা, হাসপাতালমুখি একের পর এক অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত, জামায়াতের শোক, আধুনিক হাসপাতালে ছুটে গেলেন আমির ডা. শফিকুর রহমান ‘বাচ্চাদের শূন্যতার ভার কীভাবে বইবেন মা-বাবারা’ উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১৯ নিহত, আহত ১৬৪: আইএসপিআর বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস শত চেষ্টাও রাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ দলের জন্যও একই থাকবে

পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ দলের জন্যও একই থাকবে

প্রবাহ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। আগামীকাল রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ম্যাচ যেহেতু মিরপুরে যে কারণে আলোচনায় উইকেট। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আশা ব্যাটিং-বোলিং দুদিকের জন্যই ভালো উইকেট থাকবে।

ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে লিটন বলছিলেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং, যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। আবহাওয়ার ওপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি যদি দেখেন, গত ৩-৪ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। যে মানুষটা পরিশ্রম করে আপনাকে উইকেট বানিয়ে দেবে, সেই মানুষটার হাতেও ঐ সময় ছিল না। এই মুহূর্তে আমাদের উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ দলের জন্যও একই থাকবে।

লিটন অবশ্য পাকিস্তান সিরিজে আত্মবিশ্বাস রাখার কথা বলছেন, যখন পাকিস্তানে খেলতে যাই, একই চিন্তাধারা ছিল যে জেতার জন্য খেলব। দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। কিছু ভুল করেছিলাম। শ্রীলঙ্কা সিরিজে ভালোভাবে কামব্যাক করেছি। প্রত্যেক খেলোয়াড়ের ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এটা ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্রতিপক্ষ। নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আত্মবিশ্বাস সাহায্য করবে। তবে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি।

বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস সিরিজ জয় নিয়ে, অবশ্যই, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। সেই চেষ্টাই করব। নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে হবে। হোম কন্ডিশন বলে আমরাই ভালো ক্রিকেট খেলব তা না। পাকিস্তান ভালো দল, তাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। আমাদের কন্ডিশন সম্পর্কে জানে। আমরা চেষ্টা করব আমাদের ভালো ক্রিকেট খেলার।

বাংলাদেশ-পাকিস্তান দুই দলের ক্রিকেটাররা ভালো করেই জানেন নিজেদের সম্পর্কে দাবি লিটনের, এটা তো খুব ভালো জিনিস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাই এটা যে, বিশ্বের সব ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ থাকে, বন্ধুত্ব করার সুযোগ থাকে। আপনি যদি শুধু জাতীয় দলে আটকে থাকেন, তাহলে কিন্তু বাইরের ক্রিকেটার সম্পর্কেও জানবেন না, ড্রেসিংরুম শেয়ার করতে পারবেন না। আমার মনে হয়, এটা দুই দিক থেকেই কাজে দিবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.