নিজস্ব প্রতিবেদক: জুলাই ২০২৪ এর বিপ্লবের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই ’২৪ স্মৃতি চত্বর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে প্রশাসন ভবন-১ এর পূর্ব পাশে এই চত্বরের উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।