রবিবার | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ১৮

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ১৮

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওমীলীগ কর্মী মো: মাহিবুল মমিন সনেট (২৭), সুজন (৪৫) ও সুবাস (২৮)। মহিবুল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ওচিন্ডপুর এলাকার মো: মমিনুল ইসলামের ছেলে, সুজন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকার খোরশেদের ছেলে এবং সুবাস একই এলাকার সুরুজের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.