বৃহস্পতিবার | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন

রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ভাগনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওয়াসিমুল হক নামের এক ব্যক্তি। তিনি জেলার পবা উপজেলার একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। তাঁর ভাগনে আল ফারুক আহমেদ ওরফে নতুন পবার নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আওয়ামী সরকারের পতনের পর দলটির নেতারা আত্মগোপনে থাকলেও নতুন এখনও প্রকাশ্যেই আছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওয়াসিমুল হক। তাঁর অভিযোগ, আওয়ামী সরকারের আমলে ভাগনে নতুন তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে প্রায় কোটি টাকা নিয়েছেন। এখনও তিনি টাকার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় স্ত্রী তানিয়া খাতুনের ভাই মো. জনির কারণে নতুন এখনও বেপরোয়া।

সংবাদ সম্মেলনে ওয়াসিমুল লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী জমানায় এলাকার তৎকালীন এমপি আয়েন উদ্দিনের ছত্রছায়ায় নতুন এলাকায় নানা অপকর্ম করেছেন। তাছাড়া যখন-তখন টাকা চাওয়া, উৎশৃংখল ও বেপরোয়া চালচলনের জন্য তারা ভাগনে নতুনের সঙ্গে মেশেন না। কিছুদিন ধরে নতুন তাঁর কাছে মোটা অংকের ‘চাঁদা’ চেয়ে আসছিলেন। তিনি দিনে রাজি হননি বলে গত মঙ্গলবার সন্ধ্যায় পবার ভুগরইল এলাকায় নতুন তার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করতে যান।
সেখানে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে এলাকার লোকজন তাকে থামিয়ে দিয়ে পাঠিয়ে দেন। কিন্তু রাতে নতুন আবার মামা ওয়াসিমুলের বাড়িতে হামলা করতে যান ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে। ওয়াসিম দাবি করেন, এসব ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ তার কাছে আছে। এ নিয়ে নিরাপত্তাহীনতায় পড়ে তিনি রাজশাহীর এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দিয়েছেন। কিন্তু নতুনের স্ত্রী তানিয়া খাতুনও তাদের নামে উল্টো অভিযোগ দায়ের করেছেন যে, পাওনা টাকা নিতে ডেকে নিয়ে নতুনকে মারধর করা হয়েছে। এ অভিযোগ মিথ্যা দাবি করেন মামা।

তিনি বলেন, ‘নতুন আমার কাছে কোন টাকাই পাবে না। বরং, তার ব্যাংক ঋণের জন্য আমি তাকে প্রায় ৮০ লাখ টাকা দিয়েছি। তাকে চেম্বারে ডাকার প্রশ্নই ওঠে না। আমরাই তার ভয়ে দূরে দূরে থাকি। সে টাকার জন্য আমার চেম্বারে ভাঙচুর করতে আসে। সে মারধর, টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
ভাগনে নানা ষড়যন্ত্র করারও অভিযোগ তুলে ধরেন মামা ওয়াসিমুল হক। তিনি বলেন, সম্প্রতি নগরের বোয়ালিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় ভাগনে নতুন তাকে ফাঁসিয়েছিলেন। মামলায় তাকে আসামি করা হয়। পরে ভুল বুঝতে পেরে মামলার বাদী এফিডেফিট করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করেছেন। এছাড়া বিভিন্ন স্থানে তার যেসব ঠিকাদারী কাজ চলছে, সেসব স্থানেও তাকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

ওয়াসিমুলের ভাষ্য, পবা উপজেলায় তার একটি রাস্তার কাজ চলছে। একটি এলাকায় রাস্তার দুইপাশে সুরক্ষাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এর কাজ শেষ হলে পরে মাঝের রাস্তার কাজ করার কথা। এর আগে রাস্তার কাজ শুরুর আগেই বৃষ্টিতে মাঝের রাস্তার কিছু অংশ ধসে পড়ে। তখন তার ভাগনে নতুন অপপ্রচার চালান যে, রাস্তার কাজ চলমান অবস্থায় সেটি ধসে পড়েছে। প্রকৃতপক্ষে রাস্তার কাজই শুরু করা হয়নি। তাকে হেয়প্রতিপন্ন করতে এমন প্রচার করা হয়েছে।

ভাগনের কারণে নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে ওয়াসিমুল বলেন, ‘আমাকে হুমকি দিচ্ছে যে, যেখানে পাবে সেখানেই আমার ওপর আক্রমণ করবে। আমি আমার নিরাপত্তা নিয়ে এখন শংকিত। আমি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। বাড়ি ও কার্যালয়ে হামলার বিচার চাই।’

বিষয়টি নিয়ে কথা বলতে বৃহস্পতিবার বিকেলে ওয়াসিমুলের ভাগনে যুবলীগ নেতা আল ফারুক আহমেদ ওরফে নতুনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী তানিয়া খাতুনকে ফোন করা হয়। তিনি বলেন, ‘ও এখন বাসায় নেই।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.