সোমবার | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই

সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই

প্রবাহ ডেস্ক: হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আবেদনকারী আইনজীবী মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।

আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

এর আগে, হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যর ঘটনায় প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুকে পোস্ট করেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’।

এই পোস্টকে কেন্দ্র করে সারজিস আলমকে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একইসঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। নোটিশ পাওয়ার পর ক্ষমা না চাওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.