নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুন্ঠিত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র্যাব।
রোববার (৬ জুলাই) গভীর রাতে র্যাব-৫ এর একটি বিশেষ দল এ অভিযান চালায়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাত্র আন্দোলনের সময় থানা থেকে একটি আগ্নেয়াস্ত্র লুন্ঠন করা হয়েছিল। পরে সেটি টিকাপাড়ার একটি বালুর স্তূপের নিচে লুকিয়ে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১২টার দিকে র্যাবের আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বালুর স্তূপ খুঁড়ে আনুমানিক দুই ফুট গভীরে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের ব্যবহৃত ৭.৬২ মি.মি. একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি।
উদ্ধার করা পিস্তলের বিষয়ে বোয়ালিয়া থানার ওসি সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি পুলিশের নিয়মিত ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে ঠিক কোন থানার অস্ত্র, তা নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ, পিস্তলের বাটে খোদাই করা নম্বর ঘষে মুছে ফেলা হয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি জিডিমূলে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে র্যাব। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।