বৃহস্পতিবার | ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির ‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান
রাবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

রাবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।
এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।

আজ সোমবার (৩০ জুন) সকাল ১০টায় রাবি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান বৃক্ষরোপণ করেন। এরপর এক শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপ-উপাচার্যদ্বয়সহ পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. গোলাম মোস্তফা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে বেলা ১১টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবসের সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। সেখানে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর খোন্দকার ইমামুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর আমিনুজ্জামান মো. সালেহ রেজা, উদ্ভিবদবিজ্ঞান বিভাগের প্রফেসর সাবরিনা নাজ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর মো. আবুল কালাম আজাদ, প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের প্রফেসর রাশিদুল হাসান আলোচনা করেন। পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. রেদওয়ানুর রহমান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.