মঙ্গলবার | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা পবায় ভারী বর্ষণে রাস্তা নির্মাণের মধ্যেই ধস: দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা একদিনে রেকর্ড ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রাবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত দেশব্যাপী সেনা অভিযানে সাত দিনে গ্রেপ্তার ৩৮৫ শান্তরা যেখানে যুদ্ধ করেছেন, নিশাঙ্কারা সেখানেই ছেলেখেলা করছেন ৩ নির্বাচনের অভিযোগ তদন্ত এবং সুপারিশ প্রণয়ন কমিটি গঠন
শান্তরা যেখানে যুদ্ধ করেছেন, নিশাঙ্কারা সেখানেই ছেলেখেলা করছেন

শান্তরা যেখানে যুদ্ধ করেছেন, নিশাঙ্কারা সেখানেই ছেলেখেলা করছেন

প্রবাহ ডেস্ক: কলম্বোতে প্রথম দিনে ব্যর্থ ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। দ্বিতীয় দিন সকালে আড়াইশর আগেই অলআউট হয় তারা। যে উইকেটে রান করতে রীতিমতো যুদ্ধ করেছেন নাজমুল হোসেন শান্ত-এনামুল হক বিজয়রা সেখানেই হেসে-খেলে ব্যাটিং করছেন লঙ্কানরা! প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় দিনে বাজে বোলিং, সবমিলিয়ে কলম্বো টেস্টে দুই দিন শেষেই বেশ পিছিয়ে পড়েছে সফরকারীরা।

দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে শ্রীলঙ্কা। ১৪৬ রান নিয়ে উইকেটেছে আছেন নিশাঙ্কা। তার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়ার সংগ্রহ ৫ রান।

বাংলাদেশ ব্যাটিংয়ে যথেষ্ট ভুগলেও লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও লাহিরু উদারা। দারুণ শুরুর পর ব্যক্তিগত ফিফটির পথেই ছিলেন উদারা। তবে ফিরেছেন ৬৫ বলে ৪০ রান করে। তাতে উদ্বোধনী জুটি ভাঙে ৮৮ রানে। উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।

উদারা ফিফটি না পাওয়ার হতাশা নিয়ে ফিরলেও বড় ইনিংসের দেখা পেয়েছেন নিশাঙ্কা। ইতোমধ্যেই তিন অঙ্কের দেখা পেয়েছেন। সেঞ্চুরি করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন এই ওপেনার।

তিনে নেমে নিশাঙ্কাকে যোগ্য সঙ্গ দিয়েছেন দীনেশ চান্দিমাল। এই অভিজ্ঞ ব্যাটারও ফিফটি করে সেঞ্চুরির কাছকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে কাটা পড়েন নার্ভাস নাইন্টিতে। ৯৩ রান করা এই ব্যাটার নাঈম হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

সারা দিনে বাংলাদেশের প্রাপ্তি এই দুই উইকেটই। যা একটি করে ভাগাভাগি করেছেন নাঈম ও তাইজুল।

এর আগে ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন আর ২৭ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারিয়ে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ।

 

    


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.