সোমবার | ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
শান্তরা যেখানে যুদ্ধ করেছেন, নিশাঙ্কারা সেখানেই ছেলেখেলা করছেন

শান্তরা যেখানে যুদ্ধ করেছেন, নিশাঙ্কারা সেখানেই ছেলেখেলা করছেন

প্রবাহ ডেস্ক: কলম্বোতে প্রথম দিনে ব্যর্থ ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। দ্বিতীয় দিন সকালে আড়াইশর আগেই অলআউট হয় তারা। যে উইকেটে রান করতে রীতিমতো যুদ্ধ করেছেন নাজমুল হোসেন শান্ত-এনামুল হক বিজয়রা সেখানেই হেসে-খেলে ব্যাটিং করছেন লঙ্কানরা! প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় দিনে বাজে বোলিং, সবমিলিয়ে কলম্বো টেস্টে দুই দিন শেষেই বেশ পিছিয়ে পড়েছে সফরকারীরা।

দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে শ্রীলঙ্কা। ১৪৬ রান নিয়ে উইকেটেছে আছেন নিশাঙ্কা। তার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়ার সংগ্রহ ৫ রান।

বাংলাদেশ ব্যাটিংয়ে যথেষ্ট ভুগলেও লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও লাহিরু উদারা। দারুণ শুরুর পর ব্যক্তিগত ফিফটির পথেই ছিলেন উদারা। তবে ফিরেছেন ৬৫ বলে ৪০ রান করে। তাতে উদ্বোধনী জুটি ভাঙে ৮৮ রানে। উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।

উদারা ফিফটি না পাওয়ার হতাশা নিয়ে ফিরলেও বড় ইনিংসের দেখা পেয়েছেন নিশাঙ্কা। ইতোমধ্যেই তিন অঙ্কের দেখা পেয়েছেন। সেঞ্চুরি করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন এই ওপেনার।

তিনে নেমে নিশাঙ্কাকে যোগ্য সঙ্গ দিয়েছেন দীনেশ চান্দিমাল। এই অভিজ্ঞ ব্যাটারও ফিফটি করে সেঞ্চুরির কাছকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে কাটা পড়েন নার্ভাস নাইন্টিতে। ৯৩ রান করা এই ব্যাটার নাঈম হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

সারা দিনে বাংলাদেশের প্রাপ্তি এই দুই উইকেটই। যা একটি করে ভাগাভাগি করেছেন নাঈম ও তাইজুল।

এর আগে ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন আর ২৭ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারিয়ে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ।

 

    


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.