বৃহস্পতিবার | ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির ‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এ বছর ৫ জুন ঈদ-উল-আযহার ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’।

আজ বুধবার (২৫ জুন) এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে।

দিবসটি উপলক্ষ্যে সকাল দশটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দূষণে নিমজ্জিত হয়েছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ে ভালো অভ্যাস দূরে ঠেলে দিলে আমরা কিছু শিখবো না। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলি কিন্তু কখনো চিন্তা করি না এর ভবিষ্যত কী। প্লাস্টিকের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। চোখে দেখা ময়লা আবর্জনা ও প্লাস্টিক দূষণ দূর করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং এর বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সুপার শপগুলোতে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দিতে পারব। এসময় তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম মোস্তফা। অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং উপস্থিত সকলকে গাছের চারা উপহার দেয়া হয়।

 

 

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.