নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার মহুর্তে এক নারী যাত্রীকে ধর্ষন করেছে ট্রেনটির পি,এ অপারেটর সাইফুল (২৮) বলে অভিযোগ উঠিছে। ঘটনার পর ঐ নারী যাত্রীর অভিযোগে পুলিশ সাইফুলকে আটক করেছে।
২৫ জুন সকাল ৯ টায়, ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময়, এই ঘটনাটি ঘটে।
ট্রেনের কর্তব্যরত পুলিশ সাব-ইন্সপেক্টর, রবিউল ইসলাম জানায়, কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় ২৮ বছর বয়সী নাজমা খাতুন নামের এক নারী যাত্রী, যার বাসা কুড়িগ্রামে। সাইফুল তাকে সঙ্গে নিয়ে কেবিনের টয়লেটে গোপনে প্রবেশ করে। সেখানে সাইফুল তাকে ধ*র্ষণ করেন। বর্তমানে সাইফুল পুলিশ হেফাজতে রয়েছেন, সাইফুল এর বাসা গাইবান্ধার সুন্দরগঞ্জে।
এবিষয়ে পশ্চিমাঞ্চল রেলের প্রধান সিগন্যাল ও টেলিকম কর্মকর্তা বলেন,ঘটনাটি তিনি জানেন। আটক পি,এ অপারেটর রেলের স্থায়ী কর্মচারী নয়। সে দৈনিক ভিত্তিক কর্মচারী। তার বিচার প্রচলিত আইনে হবে। আমরা তাকে চাকুরী থেকে অব্যহতি দিতে পারি এর বেশি আমাদের কিছু করার নাই।
তিনি আরো বলেন ট্রেনের ভেতর পাবলিক প্লেশে নিকৃস্টতম কাজ কারো কাম্য নয়। ঘটনার শোনার পর তাকে চাকুরী থেকে অব্যহতির নির্দেশ দেয়া হয়েছে। তার দৃস্টান্ত মূলক শাস্তি চান এই কর্মকর্তা।
রেলওয়ে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু ধর্ষণ আইনে মামলার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।