মঙ্গলবার | ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং এম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে দুদক।

আজ বুধবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দুদক বাড়তি টাকা নেয়া ও রোগীদের ভোগান্তিতে ফেলার প্রমাণ পায়।

দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমীর হোসেন জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন তারা অনেকেই জরুরী বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে ২০০ থেকে কোন কোন সময় ৫০০ টাকা আদায় করে। এটা অন্যায়। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের সজনদের নিকট থেকে এক হাজার বাড়তি টাকা ইনকাম করেন। দুদক এবিষয়ে ব্যবস্থা নিতে দুদক কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আউটসোর্সিং কর্মীরা মাসে ৪ হাজার টাকা পান। রোগীর স্বজনরা খুশি হয়ে দিলে টাকা নেন। এটা বন্ধে ব্যবস্থা নেয়া হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.