শনিবার | ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
কলম্বো টেস্টে একাদশ নিয়ে ধারণা দিলেন কোচ

কলম্বো টেস্টে একাদশ নিয়ে ধারণা দিলেন কোচ

প্রবাহ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে মিরাজ না থাকায় তার জায়গায় সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসান সুযোগ পেয়েই ৬ উইকেট শিকার করেছেন। এবার শেষ টেস্টে ফিরছেন মিরাজ তাহলে কী একাদশে থাকবেন নাঈম। এদিকে প্রধান কোচ ফিল সিমন্স দারুণ উচ্ছ্বসিত মিরাজকে নিয়ে।

ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, মিরাজ যে কাল খেলবে এটা আপনি নিশ্চিত দেখছি (হাসি)। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যা কাজ তা তো সে করবেই। তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে।

পরে নাঈম একাদশে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, উইকেট যেমনই হোক প্রথমে মানিয়ে নিতে হবে। গলে দারুণ বল করেছে নাঈম। তাকে একাদশে না রাখাটা কঠিন। দলের জন্য যেটা সেরা সেই সিদ্ধান্তই নিব। দল ভালো আছে। প্রস্তুতি বেশ ভালো। ঢাকাতেই ওরা ভালো প্রস্তুতি নিয়ে নিয়েছে। মানসিকভাবেও ভালো আছে।

গলের আত্মবিশ্বাস কলোম্বোতে কাজে লাগাতে সিমন্স, ‘গত ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম টেস্টে আমরা একটু স্লো থাকি। তবে এবার আমরা শুরু থেকেই ভালো করেছি। এটা দলের সবাইকে আত্মবিশ্বাস দিচ্ছে। সবাই নিজেদের সামর্থ্য ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় টেস্টে নামছে।’

পরে কলম্বোর উইকেট নিয়ে সিমন্স বলেছেন, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আজ এখনও দেখিনি, গতকাল দেখেছি। ভালো উইকেটই ছিল। কাল এসে আমরা গলের মতোই যত বেশি সম্ভব হার্ড খেলার চেষ্টা করব। আমাদের আগের লেভেলে থাকতে হবে কিংবা আরও ভালো খেলতে হবে।’

দলের একাদশ প্রসঙ্গে সিমন্স জানিয়েছেন, ‘এটা (দলের কম্বিনেশন) খেলার আগে ঠিক করব। কাল উইকেট দেখার ওপর নির্ভর করবে ৩ স্পিনার নাকি ৩ সিমার।’

 

   


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.