নিজস্ব প্রতিকবদক: রাজশাহীর বাগমারা উপজেলায় ৮ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২৩ জুন (সোমবার) রাত ১১ টার দিকে, উপজেলার তাহেরপুর কলেজের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম ঘটনাটি বিষয় নিশ্চিত করে জানান, বাকপ্রতিবন্ধী শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, সে আলামত পাওয়া গেছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনাটি রাত ১১টা ঘটলেও তার রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন । বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
তিনি আরো জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলেও বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। প্রকৃত অপরাধীদের ধরতে বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে।