সোমবার | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
মব ভায়োলেন্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাহ ডেস্ক: মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে মব ভায়োলেন্সের একটা বড় সংখ্যার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক সিইসি মবের শিকার হয়েছে, গতকাল রাতে খিলগাঁও একটি মন্দিরে হামলা এসব বিষয়ে পুলিশ আসলে কতোটা মনোবল নিয়ে কাজ করছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিইসির ঘটনাটা কেউ এ ধরনের আশা করেনি। এজন্য আমরা সবাই দুঃখিত। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছেন তাদের একজনকে আমরা ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। অন্যান্য কেউ যদি জড়িত থাকে, ফুটেজ দেখে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমাদের বাহিনীরও যদি কোনো ধরনের দুর্বলতা থাকে তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।

আইন-শৃঙ্খলা বাহিনীর কারও সংশ্লিষ্টতা পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সময়তো দিতে হবে। সংশ্লিষ্টতা খুঁজে বের করতে সময় লাগে।

পুলিশের নিষ্ক্রিয়তা কী কেটেছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ নিষ্ক্রিয় না। পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। পুলিশের সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে। আগের থেকে তাদের ট্রেনিং ও মনোবল অনেক ভালো হয়েছে।

মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে। মব ভায়োলেন্স আগের থেকে অনেক কমেছে।

মব ভায়োলেন্সের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রকৃত সংখ্যা আমি এ মুহূর্তে বলতে পারবো না। তবে একটা বড় সংখ্যার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু গতকাল ঢাকার বাইরে দুই তিনটা বিশাল মিছিল হয়েছে সে বিষয়ে মতামত জানতে চাইলে উপদেষ্টা বলেন, গতকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আমরা তাদের থেকে যে ধরনের আশা করছিলাম সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারা ঢাকাতে ও আশপাশে ওরকম কিছু করতে পারেনি। আজকাল ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিসও অনেক বড় করে দেখানো যায়। বড় কোনো কিছু করতে পারে নাই তারা। তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.