বৃহস্পতিবার | ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২৫ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ জুন হতে ১০ আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আলিম, বিএমটি ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা চলাকালীন সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রর চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা কেন্দ্রগুলো হলো নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী কলেজ, শাহমখদুম কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, বরেন্দ্র কলেজ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল ও কলজে, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, নওহাটা মহিলা কলেজ, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদরাসা, হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাটাখালী, জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মাতৃকা ভবন, ঘোড়ামারা, আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, বোয়ালিয়া, হেতেম খাঁ, সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ, সিটি বাইপাস রোড, হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, রাজপাড়া ও ন্যাশনাল বিএম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, রাজপাড়া।

 

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.