নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিএনপি দীর্ঘ সতের বছর ধরে নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছে। আর এই নির্বাচন বানচালের জন্য জামায়াতে ইসলাম ও তার সাথে আরেকটি দল রয়েছে। যাদের কোন ভিত্তি নাই। কারন জামায়াত জানে তারা নির্বাচন করলে কয়টি আসন পাবে। তাহলে বিএনপি নির্বাচন চাইবেনা ঐ সকল দল নির্বাচন চাইবে।
শুক্রবার (২০ জুন) হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এ কথা বলেন ।
তিনি আরো বলেন, ৩৬ জুলাইয়ে পবার বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এখনো একজনের শরীরে গুলি রয়েছে। তার গুলি বের করতে হবে। এরকম আহত অনেক রয়েছে বিএনপিতে। নিহত হয়েছেন অনেক নেতাকর্মীবৃন্দ। তবুও থেমে নেই বিএনপি। বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করেছে। অমানবিক নির্যাতন সহ্য করেছে। অথচ দশ মাসেই আওয়ামী লীগ হয়রান হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পবা হচ্ছে বিএনপি’র ঘাটি । এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এরপর এডভোকেট কবির হোসেন ও মিজানুর রহমান মিনু নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালে নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী ছিলেন। ঐ নির্বাচনে মাত্র এক ঘন্টায় প্রায় আশি হাজার ভোট পেয়েছিলেন বলে জানান তিনি। পবার মানুষের এই ভালবাসা তিনি কোনদিন ভূলবেন না। এজন্য তিনি সংসদ সদস্য না হলেও এখন যেভাবে মানুষের পাশে আছেন আগামীতেও থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
মিলন বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তারুন্যের অহঙ্কার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি দীর্ঘ সতের বছর দেশের বাহিরের আছেন। পতিত সরকারের ফ্যাসিস্ট খুনি হাসিনা তাঁকে মেরে ফেলতে চেয়েছিলো। কিন্তু আল্লাহর রহমতে পারেনি। তিনি দেশে এসে এদেশের হাল ধরবেন বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন বাংলাদেশের সকল প্রান্ত থেকে মানুষ ঢাকায় যাবেন তাঁকে স্বাগত জানাতে। রাজশাহী থেকেও হাজার হাজার নেতাকর্মী যাবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলাম গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা পাড়া মহল্লায় সেলাই প্রশিক্ষণ দেয়ার নামে নারীদের জামায়াতে ইসলামী করার জন্য চাপ প্রয়োগ করছে। তাদের মধ্যে ইসলামের দোহাই দিয়ে বিভ্রান্ত করছে। শুধু তাইনয় বানোয়াট ফতুয়া দিয়ে তাদের মনের ভিতরে ভয়ের সৃষ্টি করছে। এ অবস্থা থেকে তাদের বিরত রাখতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে। আওয়ামীলীগ ও তার জোট ছাড়া অন্যান্য সকল দলের নেতাদের নিয়ে এই সরকার গঠন করা হবে বলে উল্লেখ করেন তিনি। এজন্য জামায়াতসহ ষড়যন্ত্রকারী দলের নেতাদের সংযত থাকার আহ্বান জানান তিনি।
হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জেলা শাখার সদস্য শাহজাহান, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহবায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, বিএনপি নেতা রমজান আলী, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এনামুল হক কনক, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায় শিহাব উদ্দিন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহিন রেজা শান্নান, জেলা যুবদলের সদস্য সাহেব জাদা, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান। এছাড়াও অত্র ইউনিয়ন বএনপি, অঙ্গ ও সহযেগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।