সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
চোরাই মোবাইল ও অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার ৩

চোরাই মোবাইল ও অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার ৩

আরএমপি নিউজ: মহানগরীতে চোরাই মোবাইলসহ একজন এবং অটোরিকশা চুরির মামলায় দুইজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

মোবাইল চুরির মামলায় গ্রেপ্তারকৃত মোসা: নাসিমা বেগম (৪৯) মহানগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়ার মৃত জব্বার ড্রাইভারের মেয়ে এবং অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তারকৃত শাকিল ওরফে জুম্মন (২৮) ও আব্দুল্লা ওরফে আলিফ (২২)। শাকিল মহানগরীর এয়ারপোর্ট থানার ডা. হাফিজ উদ্দিন খানের ছেলে এবং আব্দুল্লা বোয়ালিয়া থানার কয়েরদাঁরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

গত ১৯ জুন ২০২৫ বিকাল সাড়ে ৩টায় ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল চুরির সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন মোসা. নাসিমা বেগমকে হাতেনাতে আটক করেন। পরে তারা শাহমখদুম থানা পুলিশকে অবগত করলে, অফিসার ইনচার্জ মোছা. মাছুমা মুস্তারীর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ টাকাসহ ব্লেড ও একটি শোন উদ্ধার করা হয়।

অপরদিকে, গত ৪ জুন ২০২৫ তারিখ শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে একজন রিকশাচালককে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়ার ঘটনায় আজ সকাল সাড়ে দশ টায় রাজপাড়া থানার বিল শিমলা এলাকা থেকে শাকিল এবং সন্ধ্যা সাড়ে সাত টায় শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনায় আরেক আসামি ইব্রাহিমকে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়েছিল। ইব্রাহিমের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.