শুক্রবার | ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীর দুর্গাপুর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী শরীফুল ইসলামকে দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তার হেফাজতে থাকা বিদেশি পিস্তল ও গুলি মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার জয়নগর এলাকার কলনঠিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। শুক্রবার (২০ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, সন্ত্রাসী শরীফুল তার অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে অনুসরণ করছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার শ্বশুরবাড়িতে মাটির নিচে লকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে জেলার দুর্গাপুর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.