শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের মাজারে আরসিআরইউ’র নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের মাজারে আরসিআরইউ’র নতুন কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নবনির্বাচিত কমিটি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করে। পরে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, সংগঠনের উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।
আরসিআরইউ’র সভাপতি মেহেদী হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক হাসনাত হাকিমের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আবু সাঈদ রনি, সাংগঠনিক সম্পাদক সেহের আলী দুর্জয়, দপ্তর সম্পাদক সুজন হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমি, নির্বাহী সদস্য শাহাদাত হোসেনসহ সদস্যবৃন্দ।
পরে সংগঠনের কার্যালয়ে নতুন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.