বৃহস্পতিবার | ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির ‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান
রাজশাহী সিটি কর্পোরেশনের ৪০ মৌজায় ভূমি জরিপ শুরু

রাজশাহী সিটি কর্পোরেশনের ৪০ মৌজায় ভূমি জরিপ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ভূমি জরিপের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ওপর থেকে পুরো এলাকার ছবি নেয়া হয়েছে। নগরীর ৪০ মৌজাতে জরিপের জন্য পিলার স্থাপন করা হয়েছে। প্রতি মৌজাতে জরিপকারী দল যাওয়ার আগে সেখানে ব্যপক প্রচারণা চালানো হবে।

 

সরকারি প্রচারণার পাশাপাশি উন্নয়ন সংগঠনগুলো প্রচারণা চালাবে। দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় এই জরিপ পরিচালিত হচ্ছে। রাজশাহী ছাড়া প্রথম পর্যায়ে চট্রগ্রাম এবং নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে এই জরিপ শুরু হয়েছে।

 

রাজশাহীতে কর্মরত উন্নয়ন সংগঠনগুলোর একটি প্রতিনিধি দল বুধবার এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহিনুর রহমান এবং পরে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে মত বিনিময় করেন।

 

এ সময় তারা সাধারণ মানুষকে এ বিষয়ে যথাযথ তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেন। তারা যাতে হয়রানির শিকার না হন। এবং সকল জটিলতা যাতে জরিপের সময় নিরশন করা যায় সেদিকে নজর দেয়ার অনুরোধ করেন।

 

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও উন্নয়ন কর্মী মুস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, রুলফাও পরিচালক নির্বাহী আফজাল হোসেন, আপস নির্বাহী পরিচালক আবুল বাসার পল্টু, দিনের আলো হিজরা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহনা, বস্তি উন্নয়ন কর্মসংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

সেটেলমেন্ট অফিসের পক্ষে উপস্থিত ছিলেন সহকারি সেটেলমেন্ট অফিসার অশোক দত্ত এবং অনন্ত কুমার মুকুটমনি। এ সময় জানানো হয় নগরীর ৪০ মৌজাতে জরিপের জন্য ৬৪টি পিলার স্থাপন করা হয়েছে। ৪০ মৌজার মধ্যে ৩৮টি সিটি কর্পোরেশনের মধ্যে এবং দুটি পবা উপজেলার মধ্যে ছিল। যথাযথ জরিপের স্বার্থে ৪০টি সিটি কর্পোরেশনের মধ্যে ধরা হয়েছে।

এ মাসের ১২ থেকে ২৪ তারিখ এয়ারক্রাফট সার্ভে করা হয়েছে। প্রচারণার জন্য সরকারিভাবে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়েছে। একইভাবে ওয়ার্ড কাউন্সিলার অফিসে চিঠি দেয়া হয়েছে। যে মৌজায় জরিপ হবে সেখানে প্রচারণা চালানো হবে। জরিপের জন্য ভ’মির মালিকদের জমির সীমানা চৌহদ্দি নির্দিস্ট করে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় এনজিও গুলো এ বিষয়ে প্রচারণা চালাবে এর অংশ হিসেবে আগামী ২৫ জুন এএলাারডি এর উদ্যোগে রাজশাহীতে একটি কর্মসালা অনুষ্ঠিত হবে।

 

যে ৪০ মৌজাতে জরিপ পরিচালিত হবে তার মধ্যে রয়েছে, হড়গ্রাম, গোয়ালপাড়া, হারুপুর, নবিনগর, মহিষবাথান, মোল্লাপাড়া, লক্ষ্মীপুর হেলেনাবাদ, চন্ডিপুর, কেশবপুর, শ্রীরামপুর, কাজিহাটা, দরগাপাড়া, বোয়ালিয়া, বহরমপুর, তেরখাদিয়া, সপুরা, কয়েরদাড়া, পবা, বড়বনগ্রাম, ছোটবনগ্রাম, সিরোইল, সাগরপাড়া, রামপুর, আরজি সিরোইল, তাঁতিপাড়া, কাজলা, ভদ্রা, জামালপুর, মতিহার, কেউগাছি, মেহেরচন্ডি, বুধপাড়া, মির্জাপুর, ধরমপুর, খোঁজাপুর, ডাঁশমারি, সাতবাড়িয়া, রামচন্দ্রপুর দক্ষিণ ও রামচন্দ্রপুর উত্তর।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.