শুক্রবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান
হানিফ সংকেত সম্পর্কে কিছু তথ্য, যা অনেকের অজানা!

হানিফ সংকেত সম্পর্কে কিছু তথ্য, যা অনেকের অজানা!

প্রবাহ ডেস্ক: দেশের তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।

 

এই পরিচয়ের বাইরে এবার জানা যাক তার সম্পর্কে নতুন কিছু বিষয়।

 

সম্প্রতি নতুন একটি গানের সুর করেছেন কিংবদন্তি এই উপস্থাপক। ফোক ঘরনার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অসংখ্য জনপ্রিয় লোকগানের গায়ক কিরণ চন্দ্র রায়। ‘দেহ তরী’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। রাজধানীর পাশের একটি মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।

এ বিষয়ে আরও জানা গেছে, আসছে ঈদুল আজহা উপলক্ষে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন বিশেষ পাঁচফোড়ন নির্মাণ করেছে। অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের পরদিন দিন রাত ০৮ টা ৫০ মিনিটে। সেখানেই প্রচার হবে হানিফ সংকেতের সুর করা গানটি।

হানিফ সংকেত এবারই প্রথম গানে সুর করলেন এমন নয়। তিনি এর আগে বহুগানে সুর করেছেন। বিষয়টি ফাগুন অডিও ভিশন পক্ষ থেকে জানিয়েছে। এই সূত্রে আরও জানা যায়, ইত্যাদিতে প্রচারিত জেলা ভিত্তিক বেশিরভাগ প্যারেডি গানের (দলীয় সংগীত) সুর করেন হানিফ সংকেত। শুধু তাই নয় সেই গানগুলোতে কণ্ঠও দেন তিনি।

এখানেই শেষ নয় আরও অনেক গানেই গেয়েছেন হানিফ সংকেত। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তু তু তু তু তু তা রা মর্জিনার বাপ মার্কামারা’। এ জে মিন্টু পরিচালিত ‘প্রথম প্রেম’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছিল।

প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিলা জাফরের সঙ্গেও দ্বৈত্বকণ্ঠে গানে কণ্ঠ দিয়েছেন হানিফ সংকেত। ১৯৯৫ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদিতে ব্যবহার করা হয় গানটি। এর শিরোনাম ‘বিয়ে কারো পৌষ মাস’। এই গানে মডেল হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। চমকপ্রদ তথ্য, এই গানে শুটিং করতে এসেছে এই তারকা জুটির পরিচয় হয়।

গানের বাইরে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ও করেছেন হানিফ সংকেত। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘কুসুম’, যেটি নির্মাণ করেছিলেন প্রয়াত হুমায়ূন আহমেদ। ১৯৮৮ সালে ‘আগমন’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি। শুধু তাই নয়, এখানে তাকে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল। এরপর ‘চাঁপা ডাঙ্গার বউ’, ‘ঢাকা-৮৬’ সিনেমায় অভিনয় করেছেন কিংবদন্তি এই মিডিয়া ব্যক্তিত্ব।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.