শুক্রবার | ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
সড়কে পরিবহন সংকট, ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে

সড়কে পরিবহন সংকট, ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে

প্রবাহ ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার মানুষ। তবে সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য। বুধবার (৪ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, পাকিজার মোড়, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, শ্রীপুর ও জিরানী বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

পাকিজার মোড়ে দেড় ঘণ্টা বাসের অপেক্ষায় রয়েছেন রফিক মিয়া। তিনি বলেন, আমি যশোর যাব। কিন্তু আগে বাসের টিকিট কাটতে পারিনি। এখন বাসের জন্য অপেক্ষা করছি।

অপরদিকে শামীমা নামে এক স্কুল শিক্ষিকা বলেন, বিকাল ৫টার থেকে বাসের জন্য অপেক্ষা করছি। যেসব বাস আসে সেগুলোতে সিট পাওয়া যায় না। আবার অনেক গাড়ি গাবতলী থেকে যাত্রী ভর্তি হয়ে ছেড়ে আসে। সাভারে ওই গাড়িগুলো থামে না। এখন ৭টা বাজে, কিন্তু বাস পাইনি।

নবীনগরে বাসের জন্য অপেক্ষা করছিল পোশাক শ্রমিক রাবেয়া আক্তার। তিনি বলেন, কারখানা থেকে আজকে আগে বের হয়েছি গ্রামের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি, তাও বাস পাইনি। বাসে সিট না থাকলেও অতিরিক্ত ভাড়া চায় কন্ডাক্টররা। তাই বাসের জন্য অপেক্ষা করছি।

রাজধানী বাসের চালক সবুজ বলেন, বিকাল থেকে সড়কে যাত্রীর চাপ বেড়েছে। সড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। পরিবহনের সংকট দেখা দিয়েছে।

সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সালেহ আহমেদ বলেন, বিল থেকে সড়কে যাত্রীর চাপ বেড়েছে। একই সঙ্গে গাড়ির চাপও বেড়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.