বৃহস্পতিবার | ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বয়স বাড়লেও উঁকি দেবে না সাদা চুল! এই কটি ‘ম্যাজিক’ তেলেই লুকিয়ে সমাধান

বয়স বাড়লেও উঁকি দেবে না সাদা চুল! এই কটি ‘ম্যাজিক’ তেলেই লুকিয়ে সমাধান

প্রবাহ ডেস্ক: আয়নার সামনে চুল আঁচড়াতে দাঁড়ালেই মন খারাপ হয়ে যাচ্ছে? কোথা দিয়ে যেন উঁকি দিচ্ছে সাদা চুল। বার বার লুকিয়েও কোনও লাভ হচ্ছে না! অগত্যা কলপ করাই ভরসা। অল্প বয়সেও আজকাল এই সমস্যায় ভুক্তভোগী অনেকে। কিন্তু কলপ কিংবা রাসায়নিক মিশ্রিত রং করলে চুলের স্বাস্থ্যে প্রভাব পড়ে। বদলে ঘরোয়া টোটকাতেই সমাধান খুঁজতে পারেন। ঘরে তৈরি তেলেই মিটবে পাকা চুলের সমস্যা। কীভাবে? রইল তারই হদিশ।

#. নারকেল তেল চুলের জন্য সবসময়েই ভাল। এর সঙ্গে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। এবার তেল কিছুটা ঠান্ডা হলে, হালকা গরম থাকা অবস্থায় ওই তেল মাথার তালু এবং চুলের লম্বা অংশে লাগিয়ে নিন। বাড়িতে বানানো এই তেল চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকির সমস্যাও কমায়। একইসঙ্গে চুল পেকে যাওয়ার প্রবণতাও কমায়।

#. আমলকি চুলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। আমন্ড তেলের মধ্যে আমলকি দিয়ে ফুটিয়ে নিন। কয়েক দিনের মধ্যে ফিরবে চুলের সাধারণ কালো রং।

#. জবা ফুল ভালভাবে পেস্ট করে নারকেল তেলের মধ্যে মিশিয়ে নিন। তারপর গোড়া থেকে আগা, খুব ভালভাবে ওই তেল লাগান। এতে দ্রুত কমবে পাকা চুলের সমস্যা।

#. চুলের জন্য মেথি খুবই জরুরি একটি উপকরণ। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেথি তেল। শ্যাম্পু করার আগে এই তেল চুলে ম্যাসাজ করলে অনেক উপকার পাবেন।

#. তিল চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য একটি প্রয়োজনীয় উপকরণ। সাদা হোক কিংবা কালো তিল, নারকেল তেলের মধ্যে দিয়ে ফোটান। তারপর ঠান্ডা করে ওই তিল তেল চুলে ব্যবহার করতে পারেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.