মঙ্গলবার | ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ঘনবসতিপূর্ণ জায়গায় বিমান প্রশিক্ষণ, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না : রুহুল কবির রিজভী উত্তরায় বিমান দুর্ঘটনা, এখনো থেমে নেই দগ্ধদের আসা, হাসপাতালমুখি একের পর এক অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত, জামায়াতের শোক, আধুনিক হাসপাতালে ছুটে গেলেন আমির ডা. শফিকুর রহমান ‘বাচ্চাদের শূন্যতার ভার কীভাবে বইবেন মা-বাবারা’ উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১৯ নিহত, আহত ১৬৪: আইএসপিআর বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস শত চেষ্টাও রাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংস্কৃতি খাতের বাজেট নিয়ে অসন্তোষ

সংস্কৃতি খাতের বাজেট নিয়ে অসন্তোষ

প্রবাহ ডেস্ক: প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৮২ কোটি টাকা বরাদ্দ বাড়লেও সংস্কৃতি কর্মীদের প্রত্যাশা পূরণ হয়নি। এ খাতে মোট বাজেটের এক শতাংশ বরাদ্দ দিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন সংস্কৃতি কর্মীরা।

এছাড়াও নতুন বাজেটে ওটিটি প্লাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এ নিয়েও উঠেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

এ প্রসঙ্গে নির্মাতা আশফাক নিপুন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবার কতজন সেই ব্যাপারে কোন ধারণা, তথ্য হালনাগাদ কি আছে অর্থ উপদেষ্টা সাহেবের? দেশে ওটিটির ভোক্তাকূলের একটা বেশ বড় অংশ যে পাইরেসি করে আমাদের কন্টেন্ট দেখে সেটা কি উনারা জানেন? পাইরেসির বিরুদ্ধে আমাদের সম্মিলিত ব্যর্থতার গল্প কি তারা জানেন? বিশ্বে বর্ধণশীল যেকোনও শিল্পকে যেখানে কর রেয়াতের সুযোগ দেয়া হয়, সেখানে মাত্র ৫ বছর হল যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের ওপর বাড়তি ১০% সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে সাবস্ক্রিপশন নেয়ায়। পাইরেসির প্রকোপ আরও বাড়বে এবং দিনশেষে সবার ব্যবসা হবে সংকুচিত। পাইরেসির ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার পরিবর্তে বরং পাইরেসিকেই উৎসাহী করবে এই বাড়তি ট্যাক্স বসানো। গোটা কাঠামোর সংস্কার না করে বাড়তি ট্যাক্স বসানোর ফলে মাঝেসাঝে যাও একটু আমের দেখা পাওয়া যাচ্ছিল, সামনে হয়ত আম, ছালা দুটাই যাবে। দুর্ভাগ্যজনক!’

অন্যদিকে নিপুনের পোস্টটি শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, ‘সরকারের উচিত সংস্কৃতি খাতকে আরও সমর্থন দেওয়া। উল্টো চাপিয়ে রাখা হচ্ছে। এটা দুঃখজনক। এ কারণে অনেক শিল্পী দেশত্যাগ করেন, বাইরে গিয়ে স্থায়ী হন।’

যদিও পরে আদনানের এই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

এদিকে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে থিয়েটার আর্টিস্টস এসোসিয়েশন অব ঢাকা (টাড)।

এই সংগঠনের পক্ষ থেকে প্রচার সম্পাদক অভিনেত্রী নাজনীন হাসান চুমকী জানিয়েছেন, এবারের বাজেট হতাশাজনক!

সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্যে জানিয়েছেন, ‘একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও ভবিষ্যত গঠনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বারবার দেখা যাচ্ছে, এই খাতটি অবহেলিত হচ্ছে। এবারের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ আগের তুলনায় কিঞ্চিৎ বাড়ানো হলেও তা হতাশাজনক।’

বক্তব্যে আরও জানানো হয়, ‘নাট্যশিল্পী, সংগীতশিল্পী, চিত্রশিল্পীসহ নানা মাধ্যমের সাংস্কৃতিক কর্মী বছরের পর বছর সীমিত সুযোগ-সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য টেকসই আর্থিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন ও গবেষণাভিত্তিক সংস্কৃতি চর্চার জন্য বাজেটে আমাদের দাবিকৃত বরাদ্দ থাকা অত্যন্ত জরুরি মনে করছি। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, সংস্কৃতিকে বিলাসিতা নয়, বরং জাতি গঠনের একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচনা করুন। বাজেটে সংস্কৃতি খাতে উপযুক্ত ও কার্যকর বরাদ্দ নিশ্চিত করুন, যেন এই খাতের বিকাশ বাধাগ্রস্ত না হয়।’

বলা প্রয়োজন, সোমবার (২ জুন) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.