শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
ত্বক ফর্সা করার ঘরোয়া টোটকা

ত্বক ফর্সা করার ঘরোয়া টোটকা

প্রবাহ ডেস্ক: ত্বক ফর্সা করার জন্য কসমেটিক্সের পেছনে ছুটতে গিয়ে আমরা অনেকসময় ত্বকের ক্ষতি করে ফেলি। অথচ আমাদের চারপাশেই প্রকৃতিতে এমন অনেক উপাদান রয়েছে, যেগুলি নিয়মিত ব্যবহার করলে ত্বক হতে পারে উজ্জ্বল, কোমল ও স্বাস্থ্যকর।

আসুন জেনে নিই কিছু সহজ ঘরোয়া টোটকা।

#. লেবু ও মধু মাস্ক

লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং ত্বকের কালচে ভাব দূর করে। মধু ত্বককে আর্দ্রতা যোগায় ও কোমল রাখে। এক চামচ লেবুর রসের সাথে এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

#. দই ও বেসনের প্যাক

দই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর বেসন ত্বককে পরিষ্কার করে। ২ চামচ বেসনের সাথে ১ চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

#. আলুর রস

আলুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকে, যা ত্বকের কালো দাগ ও রঙ পরিবর্তন কমাতে সাহায্য করে। একটি ছোট আলু গ্রেট করে রস বের করুন। তুলার সাহায্যে রস মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

#. কাঁচা দুধ

কাঁচা দুধ ত্বকের জন্য দারুণ ক্লিনজার হিসেবে কাজ করে। তুলো দিয়ে কাঁচা দুধ মুখে লাগান। ১০-১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন ব্যবহার করা যেতে পারে।

#. হলুদ ও দুধের পেস্ট

হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং দুধ ত্বককে কোমল রাখে। এক চিমটি হলুদ গুঁড়োর সাথে এক চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। ভালোভাবে ধুয়ে ফেলুন।

সতর্কতা-

ত্বক ফর্সা করার ঘরোয়া টোটকা ব্যবহারের আগে ছোট একটি জায়গায় পরীক্ষা করে নিন, যাতে কোনো অ্যালার্জি না হয়। অতিরিক্ত ব্যবহার বা কেমিকেলযুক্ত প্রসাধনী ব্যবহারের চেয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক সুস্থ রাখা বেশি ভালো।

ত্বক ফর্সা মানেই কেবল গায়ের রঙ ফর্সা করা নয়, বরং ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও সতেজ রাখা। ঘরোয়া উপাদান ব্যবহারে ত্বক যেমন ফর্সা দেখাবে, তেমনি সুস্থও থাকবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.