শুক্রবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান
‘গুজবে কান দেবেন না, এটাই আমার প্রথম বিয়ে’

‘গুজবে কান দেবেন না, এটাই আমার প্রথম বিয়ে’

প্রবাহ ডেস্ক: ভারতের বৃন্দাবনে কণ্ঠীবদল করে বিয়ের খবরে নেটিজেনদের মাঝে আলোচনায় আসেনে জনপ্রিয় টেলি অভিনেত্রী বিনীতা চ্যাটার্জি। তিসি ‘মেম বউ’ নামেই দর্শকদের মাঝে পরিচিত। তবে এই খবরের পরপরই রটে যায়, এটি নাকি তার তৃতীয় বিয়ে। যার জেরে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার কটাক্ষের শিকার হতে হয়।

এবার এই ধোঁয়াশা দূর করতে বিনীতা জানিয়েছেন, ‘আলাদা ব্যক্তির সঙ্গে নয়, একই পাত্রের সঙ্গে দু’বার গাঁটছড়া বেঁধেছি।’ তৃতীয় বিয়ের গুজব প্রসঙ্গে বিনীতা বলেন, ‘চলতি বছরের নভেম্বর মাসে বিড়লা মন্দিরে সামাজিক বিয়ের আয়োজন করা হবে। স্বয়ং নারায়ণের ইচ্ছেতেই আমরা এক হয়েছি।’

ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, প্রথমবার তিনি কেদারনাথ ট্রিপে গিয়ে গৌরীকুণ্ডের নীচে সোনপ্রয়াগের একটি মন্দিরে বিয়ে করেছিলেন। পাত্র ছিলেন বদ্রীনাথ বিশাল।

বিশাল প্রথম থেকেই তাকে পছন্দ করতেন কিন্তু বিনীতা প্রথমে সাড়া দেননি। প্রায় এক বছর বিশালকে ভালো করে দেখার করার পর তারা সহকর্মীদের নিয়ে একসঙ্গে কেদারনাথে অফিস ট্রিপে যান।

উল্লেখ্য, ২০১৬ সালে স্টার জলসায় ‘মেম বউ’ চরিত্রে অভিনয় করে বিনীতা টেলিদর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। দীর্ঘ নয় বছর পর বৃন্দাবনে তার এই বিবাহ কাণ্ডে তিনি আবারও নতুন করে লাইমলাইটে এসেছেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.