বুধবার | ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
সাবধান! কান সুড়সুড় করলেই ইয়ার বাড দিয়ে খোঁচান? যে কোনও সময় মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে

সাবধান! কান সুড়সুড় করলেই ইয়ার বাড দিয়ে খোঁচান? যে কোনও সময় মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে

প্রবাহ ডেস্ক: কান অত্যন্ত স্পর্শকাতর ইন্দ্রিয়। ভিতরে সামান্য সুড়সুড় করলেই কেঁপে ওঠে গোটা শরীর। আর ভিতরে ময়লা হলে তো কথাই নেই। অনেকেই কান চুলকাতে কিংবা কানের ময়লা পরিষ্কার করতে তুলোর ইয়ার বাড না সোয়াব ব্যবহার করেন। কিন্তু জানেন কি এই ধরনের বাড দিয়ে কান খোঁচানো বা কান পরিষ্কার করা স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়?

কেন তুলোর বাড ব্যবহার করা উচিত নয়?

# কানের ময়লা (ওয়াক্স) ভেতরে ঠেলে দেওয়া: ইয়ার বাড ব্যবহারের ফলে কানের স্বাভাবিক ময়লা বা ওয়াক্স কানের পর্দার আরও কাছাকাছি চলে যেতে পারে। এর ফলে ওয়াক্স জমে গিয়ে কান বন্ধ হয়ে যেতে পারে, যার থেকে কানে ব্যথা, কম শোনা বা সংক্রমণ হতে পারে।

# কানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট হওয়া: কানের ওয়াক্স আসলে কানের ভেতরের অংশকে ধুলোবালি, জীবাণু এবং বাইরের অন্যান্য জিনিস থেকে রক্ষা করে। ইয়ার বাড দিয়ে এই ওয়াক্স সরিয়ে ফেললে কানের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হয় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে।

# কানের পর্দায় আঘাত: অসাবধানতাবশত ইয়ার বাড কানের বেশি গভীরে চলে গেলে কানের পর্দায় আঘাত লাগতে পারে, এমনকি পর্দা ফেটেও যেতে পারে। কানের পর্দা ফেটে গেলে খুবই যন্ত্রণা হয়, তাছাড়া এর ফলে শ্রবণশক্তি স্থায়ীভাবে কমে যেতে পারে।

# কানের নালীর ক্ষতি: ইয়ার বাড দিয়ে খোঁচানোর ফলে কর্নকুহরের চামড়া ছিলে যেতে পারে বা তাতে সূক্ষ্ম আঘাত লাগতে পারে। এর ফলে কানে ব্যথা, চুলকানি এবং ‘সুইমার্স ইয়ার’-এর মতো সংক্রমণ হতে পারে।

তাহলে কান কীভাবে পরিষ্কার রাখা উচিত?

সাধারণত কানের আলাদা করে পরিষ্কার করার প্রয়োজন হয় না। কান নিজে থেকেই ওয়াক্সকে ধীরে ধীরে বাইরের দিকে ঠেলে বের করে দেয়, যা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। তবে যদি কানে অতিরিক্ত ওয়াক্স জমেছে বলে মনে হয় বা কোনও সমস্যা অনুভব করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.