বুধবার | ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
সামনে সাপ! ডানদিক না বাম, কোনদিকে দৌড়ালে বাঁচবে প্রাণ? ভুল করলেই লখিন্দর হয়ে যেতে পারেন

সামনে সাপ! ডানদিক না বাম, কোনদিকে দৌড়ালে বাঁচবে প্রাণ? ভুল করলেই লখিন্দর হয়ে যেতে পারেন

প্রবাহ ডেস্ক: হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটছেন আর সামনের ঝোপ থেকে হিসসসসসস করে উঠল একটা গোখরো! ফনা তুলে দাঁড়িয়ে শুরু করেন ফোঁস ফোঁস। অথবা গ্রামে, ধানক্ষেতে কাজে নেমে দেখলেন পিছন থেকে ছুটে আসছে একটা চিতচিতে সাপ! এমন ঘটনার মুখোমুখি হলে আতঙ্কে কী করবেন বুঝে উঠতে পারেন না অনেকেই। তবে বিশেষজ্ঞদের মতে, সাপে তাড়া করলে ভয় পেলেই বিপদ বেশি। বরং মাথা ঠান্ডা রাখলেই প্রাণে বাঁচা যায়।

প্রথমেই জেনে রাখুন, সব সাপ তাড়া করে না। সাপ সাধারণত মানুষকে এড়িয়েই চলে। তবে কেউ যদি তাদের পথ আটকায় বা হঠাৎ ভয় দেখায়, তখন আত্মরক্ষার জন্য ছুটে আসতে পারে। বিশেষ করে গোখরো, রাসেল ভাইপার (এটি অবশ্য ভারতে পাওয়া যায় না) কিংবা লাউডগা জাতীয় কিছু সাপ আক্রমণাত্মক হতে পারে।

সাপে তাড়া করলে কী করবেন?

#. সোজাসুজি না দৌড়ে, আঁকাবাঁকা পথে দৌড়ন

সাপ সোজা তেড়ে আসতে পারে, কিন্তু আঁকাবাঁকা পথে অসুবিধা হয়। তাই আপনি যদি একটু দূরেও থাকেন, তাহলে জিকজ্যাগ পথে দৌড়লে সাপ বিভ্রান্ত হবে।

#. পিছন ফিরে তাকাবেন না।

অনেকেই বারবার পিছনে তাকান, ফলে গতি কমে যায়। একবার লক্ষ্য করুন সাপ কতটা দূরে, তারপর সোজা ছুটুন।

#. উঁচু জায়গার খোঁজ করুন।

সাপ সাধারণত সমতল মাটিতে তাড়াতাড়ি চলতে পারে। কোনও উঁচু ঢিবি, পাথরের উপর উঠে গেলে সাপের গতি কমে যাবে।

#. জুতোর গুরুত্ব অপরিসীম।

যদি বন-জঙ্গল বা ফাঁকা মাঠে যেতে হয়, সবসময় মোটা সোলের জুতো পরুন। অনেক সময় সাপ কামড়ালেও, পুরু জুতো কামড় প্রতিরোধ করতে পারে।

কী করবেন না?

সাপকে লাঠি দিয়ে মারার চেষ্টা করবেন না। এতে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। চিৎকার করলে সাপ আরও উত্তেজিত হতে পারে। তাই শান্ত থাকাই ভাল। মাটিতে পড়ে গেলে উঠে দাঁড়াতে দেরি করবেন না। বসে থাকলে সাপ সহজেই কামড়াতে পারে।

শহরে হলে কী করবেন?

বাড়ির উঠোনে বা গ্যারেজে সাপ দেখলে কোনওভাবেই একা এগোবেন না। পুরসভার বা বন দফতরের হেল্পলাইন নম্বরে ফোন করুন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.