সোমবার | ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
স্থগিত করা হলো এশিয়া কাপ

স্থগিত করা হলো এশিয়া কাপ

প্রবাহ ডেস্ক: এ মাসেই মাঠে গড়ানোর কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে হঠাৎ স্থগিত করা হয়েছে এই টুর্নামেন্টটি। আবহাওয়া ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে না বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির কাছে চিঠি লিখেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়ায় এবং বিভিন্ন প্রদেশে চিকুনগুনিয়ার প্রভাব ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

আগামী ৬ জুন শ্রীলঙ্কায় পর্দা উঠার কথা ছিল এবারের নারী ইমার্জিং এশিয়া কাপের। তবে এই সময়ে সেখানে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার আবহওয়ায় বিভাগে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ১৪ বছর পর শ্রীলঙ্কায় দেখা দিয়েছে চিকুনগুনিয়া। ২০২৪ সালের শেষের দিকে ভাইরাসজনিত জ্বরের প্রভাব দেখা যায়। ২০২৫ সালের মে মাসের প্রতিবেদনেও পাওয়া গেছে চিকুনগুনিয়ার উপস্থিতি।

যুক্তরাষ্ট্র সরকারের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশনের (সিডিসি) তালিকাভূক্ত দেশ শ্রীলঙ্কা। কোন কোন জায়গা চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ সেই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মারিশিয়াস, মায়োতে, রিইউনিয়ন ও সোমালিয়ার পাশাপাশি শ্রীলঙ্কাও আছে।

এসব কারণ উল্লেখ করে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। যেখানে পুরো বিষয়টি বিস্তারিত জানিয়েছেন তিনি। ফলে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.