রবিবার | ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
স্থগিত করা হলো এশিয়া কাপ

স্থগিত করা হলো এশিয়া কাপ

প্রবাহ ডেস্ক: এ মাসেই মাঠে গড়ানোর কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে হঠাৎ স্থগিত করা হয়েছে এই টুর্নামেন্টটি। আবহাওয়া ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে না বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির কাছে চিঠি লিখেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়ায় এবং বিভিন্ন প্রদেশে চিকুনগুনিয়ার প্রভাব ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

আগামী ৬ জুন শ্রীলঙ্কায় পর্দা উঠার কথা ছিল এবারের নারী ইমার্জিং এশিয়া কাপের। তবে এই সময়ে সেখানে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার আবহওয়ায় বিভাগে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ১৪ বছর পর শ্রীলঙ্কায় দেখা দিয়েছে চিকুনগুনিয়া। ২০২৪ সালের শেষের দিকে ভাইরাসজনিত জ্বরের প্রভাব দেখা যায়। ২০২৫ সালের মে মাসের প্রতিবেদনেও পাওয়া গেছে চিকুনগুনিয়ার উপস্থিতি।

যুক্তরাষ্ট্র সরকারের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশনের (সিডিসি) তালিকাভূক্ত দেশ শ্রীলঙ্কা। কোন কোন জায়গা চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ সেই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মারিশিয়াস, মায়োতে, রিইউনিয়ন ও সোমালিয়ার পাশাপাশি শ্রীলঙ্কাও আছে।

এসব কারণ উল্লেখ করে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। যেখানে পুরো বিষয়টি বিস্তারিত জানিয়েছেন তিনি। ফলে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.