বৃহস্পতিবার | ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীর ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার

রাজশাহীর ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী রাজবাড়ী হাট থকে একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার গত (০১ জুন) গোদাগাড়ী রাজবাড়ী হাট এলাকা থেকে রাত পৌনে ১২ টায় ১০০ গ্রাম হেরোইনসহ আব্দুল মমিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ আব্দুল মমিন (২৭) গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

পুলিশ জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম ফোর্সসহ গত ০১ জুন বিকাল সাড়ে ৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ছয়ঘাটি মোড় এলাকায় বিশেষ অভিযানের ডিউটিতে ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজবাড়ী হাট হতে চৈতন্যগ্রাম গামী পাঁকা রাস্তার হাঠাৎপাড়া মোড়ে পাঁকা রাস্তার সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজের কাছে রেখে পরিবহনের জন্য অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশ পৌনে ১২ টায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে মমিনকে ধরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। মমিনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.